প্রেস বিজ্ঞপ্তি:
রামু ব্রাদার্স ইউনিয়ন ক্রীড়া ঐতিহ্য নিয়ে চল্লিশ বছরের মাইলফলকে পৌঁছেছে। রামুর ক্রীড়া অঙ্গনে কর্ম তৎপরতায় এ সংগঠন সুদৃঢ় অবস্থান ধরে রেখেছে দীর্ঘকাল। নতুন প্রজন্মকে ক্রীড়া ঐতিহ্যময় এ সংগঠনের সাথে সম্পৃক্ত করতে হবে। সাংগঠনিক কাঠামোর অগ্রগতির লক্ষ্যে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। রামু ব্রাদার্স ইউনিয়ন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল লীগে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ কৃতিত্ব শুধু সংগঠনের নয়, পুরো রামু উপজেলাবাসীর। গত সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত রামু ব্রাদার্স ইউনিয়নের জরুরী সভায় বক্তারা এ কথা বলেন।

রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম। সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, রামু ব্রাদার্স ইউনিয়ন প্রতিষ্ঠা কমিটির সদস্য, সাবেক কৃতি ফুটবলার তরুপ বড়ুয়া, তুহিন বড়ুয়া শানু, রাজু বড়ুয়া, প্রবাল বড়ুয়া নিশান, সুজিব বড়ুয়া ও কার্যকরি কমিটির সহ-সভাপতি পুলক বড়ুয়া, খালেদ শহীদ, অর্থ সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু, সাংগঠনিক সম্পাদক প্রকাশ সিকদার, ক্রীড়া সম্পাদক মো. রুহুল আমিন রকি, যুগ্ম সম্পাদক এ এইচ এম জয়নাল আবেদীন, কাউছার উল হক, প্রচার সম্পাদক আনছারুল হক ভুট্টো, সদস্য অরুন বড়ুয়া, সুদেশ বড়ুয়া, ধীমান বড়ুয়া, টিপু বড়ুয়া, মো. ইউনুচ পপ্রুখ। সভায় সাংগঠনিক উত্তরণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।