সংবাদ বিজ্ঞপ্তি
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগিতা’১৮ এর কার্যক্রমের ধারাবাহিকতায় ১৮ ডিসেম্বর টেকনাফ উপজেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা লেদা ইবনে আব্বাস (র:) মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। ইবনে আব্বাস (র:) মাদ্রাসার প্রবীন আলেম মাওঃ আবুল কালাম আজাদের সভপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি হাফেজ মাও: ইউনুছ ফরাজী, সহ সভাপতি হাফেজ মাও: মুবিনুল হক ও হাফেজ মাও: আলমগীর। জেলা সহ সাধারণ সম্পাদক হাফেজ মাও: মুহাম্মাদ মিসবাহ উদ্দীন ও সহ সভাপতি সিরাজুল মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সভাপতি হাফেজ মাও: নুরুল আমিন,সহ সভপতি মাও: মুহা: ফেরদাউস, সহ সভাপতি হাফেজ মাও: ছৈয়দ আলম, সেক্রেটারি হাফেজ মাও: মুহা: হোছাইন, অর্থ সম্পাদক হাফেজ নুরুল আবছার সহ বিভিন্ন হিফজ খানার শিক্ষকবৃন্দ।
টেকনাফ উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক (১০পারা), খ (২০পারা) ও গ (৩০পারা) গ্রুপে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে প্রতিগ্রুপে তিন জন করে নিম্নের নয়জন সর্ব্বোচ্চ নাম্বার পেয়ে জেলা প্রতিযোগিতার জন্য ইয়েস কার্ড প্রাপ্ত হন। তাদেরকে নগদ অর্থ প্রদান করা হয়।

ক গ্রুপ (১০ পারা)
১ম এহসান উল্লাহ,আল জামিয়া আল ইসলামিয়া দারুস সুন্নাহ হ্নীলা।
২য় আরফাত উল্লাহ, মাদ্রাসা শফিকিয়া তালিমুল কুরআন।
৩য় মুহাঃ খোবাইব, মাদ্রাসা শফিকিয়া তালিমুল কুরআন।
নির্বাচিত এ সৌভাগ্যবানগণ ২৫ জানুয়ারি কক্সবাজার জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

খ গ্রুপ (২০পারা)
১ম মুহাঃ আনছ, ইবনে আব্বাস (রা:) আল ইসলামিয়া।
২য় মামুনুল ইসলাম, আনাস বিন মালেক (রা:) মাদ্রাসা।
৩য় রফিকুল্লাহ, মাদ্রাসা শফিকিয়া তালিমুল কুরআন।

গ গ্রুপ (৩০পারা)
১ম কায়ছার উল্লাহ, আনাস বিন মালেক (রা:) মাদ্রাসা।
২য় মুহাঃ ওমর ফারুক, ইবনে আব্বাস (রা:) আল ইসলামিয়া।
৩য় মুহাঃ শোয়াইব, ইবনে আব্বাস (রা:) আল ইসলামিয়া।