
মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
নগরীর আশকারদীঘির পাড়ে মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে হাটহাজারী উপজেলার চিকনদন্ঢী ইউনিয়নের চৌধুরীহাট বণিকপাড়া গ্রামের প্রদীপ তালুকদার(৫৫) মারা গেছে। সে দীর্ঘ দিন ধরে নগরীর আগ্রাবাদ যমুনা ভবনের সামনে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। সে চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট মৃত মনোরঞ্জন তালুকদারের পুত্র।
স্থানীয় বাসিন্দা অনিক মাফি জানান, কুলকানি দাওয়াত পেয়ে সে রিমা কমিউনিটি সেন্টারে মেজবান খেতে যান। হঠাৎ মেজবানে অতিরিক্ত মানুষের চাপে এ দুর্ঘটনায় পদদলিত হয়ে সে মারা যান। নিহতের পরিবারে স্ত্রী ও ২টি কন্যা সন্তান রয়েছে বলে তিনি জানান।