সোয়েব সাঈদ, রামু:

রামুতে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও ইপসা-ডিআইবিপি প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি বলেন, অবৈধ পথে ও অবৈধ পন্থায় বিদেশ যাওয়া সরকারের আন্তরিক প্রচেষ্টায় কমে গেছে। এ ব্যাপারে জনগন আরো সচেতন হলে জীবন ঝূঁকির যাত্রা শতভাগ কমে যাবে। বিদেশে গিয়ে কর্মদক্ষতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য যেমন দক্ষতা বাড়াতে হবে, তেমনি সরকারি নিয়ম মেনে অর্থাৎ যথাযথ কাগজপত্র অনুসরণ করেই বিদেশে যেতে হবে।

“নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে” এ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইপসা-ডিআইবিপি প্রকল্পের মাঠ কর্মকর্তা রায়হান উদ্দিন আহমেদ। এতে সাগরপথে গিয়ে আন্দামান জীবন নিয়ে দেশে যুবকদের মধ্যে বক্তব্য রাখেন, রামুর রশিদনগর ইউনিয়নের রবিউল হাসান ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ছরারকুল গ্রামের মনিরুল আলম। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ইপসা-ডিআইবিপি প্রকল্পের মাঠ কর্মকর্তা মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়বসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইপসা-ডিআইবিপি প্রকল্পের ১৭জন উপকারভোগী উপস্থিত ছিলেন।

ইপসা-ডিআইবিপি প্রকল্পের মাঠ কর্মকর্তা রায়হান উদ্দিন আহমেদ জানান, ইতিমধ্যে প্রকল্পের আওতায় দালালের খপ্পরে পড়ে ও অবৈধভাবে বিদেশে গিয়ে হয়রানির শিকার হয়ে দেশে আসা অসংখ্য বেকার জনগোষ্ঠিকে বিভিন্ন কর্মসংস্থানমূলক কাজের মাধ্যমে স্বাভলম্বী করা হচ্ছে।