বার্তা পরিবেশক:

কক্সবাজারে হোটেল শৈবাল রক্ষার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি, মানববন্ধ করেছে স্থানীয়রা। এবার সচেতন নাগরিক সমাজসহ কক্সবাজারের বিভিন্ন সামাজাকি সংগঠনের বিবৃতি প্রদান করেছে। পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ সম্পদ হোটেল শৈবাল। এইটি শুধু কক্সবাজারবাসীর সম্পদ নয় সারা দেশের মানুষের গুরুত্বপূর্ণ সম্পদ। বহু বিতর্কিত ওরিন গ্রুপকে পাবলিক পার্টারশীপ প্রকল্পের মাধ্যমে কোনভাবে লিজ দেয়া যাবে না। অত্যন্ত সু কৌশলে পুরোপরি অনিয়ম করে এইভাবে লিজ প্রক্রিযা কোনভাবে মেনে নিবে না কক্সবাজারবাসী। ১৩৫ একর জমির যার টাকার অংকে প্রায় ৫ হাজার কোটি টাকা। ৫০ বছরের জন্য মাত্র ৬০ কোটি টাকার বিনিময়ে কোনভাবে তোলে দেয়া যাবে না এমন দাবী কক্সবাজারের সচেতন নাগরীকের। ইতোমধ্যে তাদের এমন হঠকারি সিন্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কক্সবাজাবাসী। এটির সমধান না আসা পর্যন্ত আন্দোলন চলবে।

বিবৃতি দাতারা হলেন, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাহ, ইঞ্জিনিয়ার কানন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মফিজ, ব্যরিষ্টার আবুল আলা ছিদ্দিকী, শৈবাল রক্ষা আন্দোলনের মুখপাত্র ও পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আব্দুল আলীম নোবেল, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি পরিবেশ সাংবাদিক দীপক শর্মা দীপু, দৈনিক আপন কণ্ঠের সম্পাদক(ভারপ্রাপ্ত) রুহল আমিন সিকদার, ব্যারিষ্টার ফারজানা রাশিদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক,আসমাউল হুসনা, পর্যটন ব্যবসায়ী নেতা এম এ সায়েম ডালিম, পরিকল্পিক কক্সবাজার আন্দোলনের নেত্রী মম আহাম্মদ, নারীনেত্রী শাহেনা আক্তার পাখি, নারী উদ্যোক্তা নয়ন সেলিনা, ঢাকার সাংবাদিক ফারজানা সোলতানা, টুয়াকের আহবায়ক এম এ হাসিব বাদল, ডাক্তার এম গণি,কক্সবাজার নাগরিক আন্দোলনের যুগ্ন আহবায়ক এইচ এম নজরুল ইসলাম, অধ্যাপক আবু তাহের, প্রভাষক মাহবুবর রহমান, অধ্যাপক মোঃ জাফর আলম, দৈনিক সাগরদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফা সরওয়ার, শিক্ষক নেতা তাহমিদুল মুনতাসির ও সমির পাল, মাবনবাধিকার কমিশনের কক্সবাজার সদর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, নারী নেত্রী সালেহা আক্তার আখি, পরিকল্পিত আন্দোলনের নেতা সিয়াম মাহমুদ সোহেলে, এডভোকেট রফিকুল ইসলাম, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের এসোসিয়েট মেম্বার মোহাম্মদ সোহেল, ঈশা রুহলাহ রাহুল, রাসিব আহাম্মদ, মাহফুজুল করিম, ছাত্র নেতা রবিউল হোসেন রবি, রূপনুর এ্যানী, সাংবাদিক জাবেদ আবেদীন শাহিন, সাংবাদিক আমান উল্লাহ আমান, সাংবাদিক নুরুল আলম, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সাংবাদিক এম আমান উল্লাহ ও হাসিবুল ইসলাম সুজন প্রমুখ।