প্রেস বিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবসে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “ছায়ানীড়” এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলে একটি অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার দৃপ্ত শপথ নিতে হবে। আলোচনা সভার পূর্বে বাংলার বীর শহীদদের প্রতি দাড়িয়ে সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। শহরের প্রধান সড়কের হোটেল আল-আমিন কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক আমীন। সাধারণ সম্পাদক কল্লোল দে চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক অনিল দত্ত, নীলাচল কালচার এন্ড লার্নিং সেন্টারের প্রধান নির্বাহী শিল্পী সনজিত ধর সনজু, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাবেক ছাত্রনেতা নাট্যকর্মী গিয়াস উদ্দিন মুকুল, এডভোকেট আরিফুল মোস্তফা, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী ফাতেমা আক্তার মার্টিন। আলোচনা সভায় ছায়ানীড়’র কর্মকতা ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।