আব্দুর রশিদ, বাইশারী :

নাইক্ষ্যংছড়ি সীমান্ত সংলগ্ন ঈদগড় রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের বাইশারী বন বিটের আওতাধীন নজির আহমদের ঘোনা নামক স্থানে এক বিশাল আকৃতির বন্যহাতির করুণ মৃত্যু হয়েছে। ১৬ ইং ডিসেম্বর ভোর রাতে বন্য হাতিটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক।

স্থানীয় বাসিন্দা জানে আলম জানান, সকালে চাষাবাদের জমি দেখতে গিয়ে তিনি বন্য হাতিটিকে বসা অবস্থায় দেখতে পান। পরে নড়া চড়া না পেয়ে বন বিভাগের লোকজনকে ঘটনাটি জানান। ঐ সময় বন বিভাগের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান হাতিটি বসা অবস্থাতেই মারা গেছে।

এবিষয়ে বাইশারী বিট কর্মকর্তা মিলন কান্তি মন্ডল জানান, ডুলাহাজারা সাফারি পার্কের বন্য প্রাণী সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান এসে ময়না তদন্তের পর হাতিটিকে মাটি চাপা দেয়া হয়েছে। উক্ত ঘটনায় রামু থানায় একখানা অপমৃত্যুর সাধারন ডাইরী করা হয়েছে।

এদিকে বন্য হাতিটির মৃত্যুর খবরে হাজার হাজার জনতা হাতিটিকে দেখার জন্য ভীড় জমিয়েছেন।