প্রেস বিজ্ঞপ্তি :

সুবিধা বঞ্চিত,কর্মজীবী শিশুদের শিক্ষার দায়িত্ব নেওয়া প্রতিষ্টান “ ঠিকানা”র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর লিংকরোড মুহুরী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কেক কাটা, খাবার বিতরণ এবং সারাদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে লিংকরোড মহুরীপাড়ার এক ঝাক তরুণ। ওই দিন কেক কাটাঁর পূর্ব মুহুর্তে পথশিশুরা আনন্দ উল্লাসে মাতোয়ারা ছিলেন। শুভ শুভ দিন ঠিকানার স্লোগানে মুখরিত ছিলো অনুষ্ঠানস্থল। এইসময় উপস্থিত ছিলেন, জালাল উদ্দিন মিঠু, রউফ উন নেওয়াজ ভুট্টো, কামরুল হাসান সোহাগ, মিনহাজ চৌধুরী, রিয়াজ উদ্দিন সাজ্জাদ, শাহ নিয়াজ, মোহাম্মদ এরশাদ উল্লাহ, মুন্না, আলাউদ্দিন, জুয়েল, ওপেল, লিংকন, মুরাদ,সাদ্দাম প্রমূখ। উল্লেখ্য, যাদের অক্লান্ত পরিশ্রমে ২০১৬ সালের ১৬ই ডিসেম্বর সুবিধা বঞ্চিত,কর্মজীবী শিশুদের জন্য ” ঠিকানা” নামক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে কয়েকজন তরুণ। ৪৬ বছরে বাংলাদেশের অর্থনীতিতে ও সামাজীক ক্ষেত্রে বাংলাদেশের অনেক অর্জননের পরেও এখনো অনেকে খাদ্য,বস্ত্র, বাসস্থান ও শিক্ষার আলো থেকে বঞ্চিত। তাই সরকারের পাশাপাশি বেসরকারি ও ব্যাক্তিপর্যায়ে এগিয়ে আসতে হবে। সেই চেষ্টা থেকেই বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি জালাল উদ্দিন মিঠু পথ শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই মহ উদ্যোগ নেন এক বছর আগে। তার সাথে সার্বক্ষণিক সহযোগীতা করে যাচ্ছে রিয়াজ উদ্দিন সাজ্জাদ, মুন্না, আলাউদ্দিন, এরশাদ, জুয়েল, ওপেল, লিংকন, মুরাদ,সাদ্দাম।