ইমরান হোসাইন, পেকুয়া:

পেকুয়ায় পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।শনিবার (১৬ডিসেম্বর) দুপুরে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা (নং-৭) দায়ের করেন। এজাহারনামীয় সাতজনের বিরুদ্ধে দায়েরকৃত এ মামলায় আরো ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

এজাহারনামীয় আসামীরা হলেন, বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকার মৃত নন্না মিয়ার ছেলে এইচ এম শওকত, একই এলাকার আবু তাহেরের ছেলে আমিনুর রশিদ, পেকুয়া সদর ইউনিয়নের রাহাতজানি পাড়া এলাকার আবু তাহেরের ছেলে তারেক, পশ্চিম গোয়খালী এলাকার নুরু মিয়ার ছেলে মেহেদি, মগনামা ইউনিয়নের কামাল হোসেনের ছেলে আকাশ, বারবাকিয়ার সবজীব পাড়া এলাকার নুরুল হোসেনের ছেলে বাবু, পূর্ব গোয়াখালী এলাকার মৃত আবু তালেবের ছেলে দর্জি বাদশাহ।

মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, এ ঘটনায় মূলহোতা শওকতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামী ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।