মিজবাউল হক ,চকরিয়া :

চকরিয়া পৌরশহরে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকালে পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিলের বিরোধ নিয়ে চিরিংগা সোসাইটিতে এ ঘটনা ঘটে। এনিয়ে সাধারণ নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

পৌর ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, সম্প্রতি চকরিয়া পৌরসভা ছাত্রলীগের ১নং ওয়ার্ড কমিটি ঘোষণা করে। ঘোষণার পরপরই ওই কমিটি নিয়ে বির্তক শুরু হয়। ওয়ার্ড কমিটি নিয়ে বির্তক হলে জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোছাইন তামিম গত ৪ ডিসেম্বর কমিটি বাতিলের নির্দেশ দেন। চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান কমিটি বাতিল করতে চাইলেও সাধারণ সম্পাদক রানা পারভেজ নানা অজুহাত দেখিয়ে কালক্ষেপন করে।

এনিয়ে সভাপতি ও সম্পাদক মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গতকাল ১৩ ডিসেম্বর বুধবার সাড়ে চারটার দিকে চিরিঙ্গা সোসাইটি এলাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপযার্য়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

চকরিয়া পৌরসভার সাধারণ সম্পাদক রানা পাভেজ বলেন, ১নং ওয়ার্ড কমিটি বাতিল নিয়ে সভাপতির সাথে সামান্য সমস্যা হয়েছিলো। পরে বসে সমাধান করা হয়েছে।