ফরিদুল আলম দেওয়ান ,মহেশখালী :

কুতুবদিয়া দ্বীপের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত রুহুল কাদেরকে মহেশখালী দ্বীপের গভীর পাহাড় থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ২টি বন্দুক ও ৫টি কার্তুজসহ গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই দুধর্ষ সন্ত্রাসী কুতুবদিয়া থেকে মহেশখালী দ্বীপের অপর সন্ত্রাসী বাহিনীর কাছে ভাড়াটিয়া হিসেবে এসে বড় নাশকতা মূলক অপরাধ সংগঠিত করতে এসেছে বলে সয়ং পুলিশের অভিযোগ। সে কুতুবদিয়া উপজেলার লেমসিখালী ইউনিয়নের এ হক পাড়ার কবির অাহমদের পুত্র। তার বিরুদ্ধে ৫টির অধিক ডাকাতী ও অস্ত্র মামলা রয়েছে বলে বলে জানান পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, কুতুবদিয়া দ্বীপের একজন ধুধর্ষ ভাড়াটিয়া সন্ত্রাসী মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের পাহাড়ী এলাকায় অবস্থান করে ওই এলাকার সন্ত্রাসী বাহিনীর সাথে যোগ দিয়ে বড় কোন সন্ত্রাসী তৎপরতার চেষ্টা করছে মর্মে পুলিশের কাছে গোপনে খবর অাসে। এ খবর পেয়ে কালারমার ছড়া পুলিশ ক্যাম্পের অাইসি এস,আই শাওন দাসের নেতৃত্বে পুলিশ ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় কালারমার ছড়া ইউনিয়নের মির্জ্জির পাড়ার গভীর পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে রুহুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরী বন্দুক ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় অস্ত্র ও ডাকাতীর অভিযোগে এ পর্যন্ত ৫টির অধিক মামলা পাওয়া গেছে। সে কুতুবদিয়া দ্বীপের ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে মহেশখালীতে এসেছে বলে পুলিশ জানান।