হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফের হোয়াইক্যং পাহাড়ী ঢালায় স্বশস্ত্র ডাকাত দল যানবাহনের গতিরোধ করে ছিনতাই ও লুটপাট চালিয়েছে। জানা যায়,গত ১২ ডিসেম্বর সন্ধ্যার দিকে হোয়াইক্যং-বাহারছড়া পাহাড়ী ঢালাপথের সোনালী ব্যাংক নামক স্থানে ১০/১৫ জনের স্বশস্ত্র মুখোশধারী দূবৃর্ত্তদল অস্ত্র, দা-কিরিচ ও লাঠি নিয়ে সড়কে যাতায়াতকারী ১টি ডাম্পার,৬/৭টি সিএনজি, ৩/৪টি টমটম ও ২/৩টি অটোরিক্সা গতিরোধপূর্বক অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রী ও চালকদের মারধর করে। সাথে থাকা নগদ টাকা, মোবাইল সেট ও মালামাল ছিনিয়ে নেয়। তাদের হামলায় ৮/১০ জন আহত হয়।
ডাকাতের কবলে পড়া টমটম চালক ওবাইদুল্লাহ জানান, কিছু চাকমা ও কিছু মুসলিম ছেলে মিলে এই ছিনতাই ও লুটপাটে জড়িত। এই ঘটনার খবর পেয়ে বাহারছড়া ফাঁড়ি ও হোয়াইক্যং ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাহারছড়া ফাঁড়ির আইসি কাঞ্চন কান্তি দাশ জানান, হঠাৎ আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির চেষ্টাকারীদের তদন্ত স্বাপেক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ লোকজন মনে করেন চাকমা ও রোহিঙ্গা অপরাধীরা মিলে ছিনতাই এবং লুটপাট চালিয়েছে। স্পর্শকাতর এই সড়কে দিবারাত্রি পুলিশী টহল জোরদারের দাবী উঠেছে।