মো. রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঈদগাঁওতে কক্সবাজার জেলা পরিষদ কর্তৃক দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে। বাজারের পাবলিক লাইব্রেরী সংলগ্ন শহীদ মিনার এবং কলেজ সংলগ্ন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দময় দিনে অন্যান্য বারের ন্যায় এবারো এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত পত্রসূত্রে এ তথ্য জানা গেছে। দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালামগ্রহণ, ডিসপ্লে, প্রীতি ফুটবল ম্যাচ, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছাত্রছাত্রী এবং মুক্তিযোদ্ধাদের পুরস্কার বিতরণ। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম জানান, কুচকাওয়াজ এবং সালাম গ্রহণকালে জেলা মহিলা আ.লীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ এতে অংশ নেবেন। এদিকে একই দিন বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনার’স সোসাইটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন মঞ্চে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিটিজি ব্লাড ব্যাংক’ এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ ক্যাম্পে ২ হাজারেরও অধিক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে। সংগঠনটির অন্যতম এডমিন শাহেদুল ইসলাম জানায়, এক বছর পূর্বে এ সংগঠনটির যাত্রা শুরু হয় ঈদগাঁওতে। প্রতিষ্ঠার পর প্রথম রামু কলেজে এ ধরণের আয়োজন করা হয়েছিল। এলাকাবাসীর জীবন বাঁচাতে সংগঠনটি প্রয়োজনীয় রক্তেরও ব্যবস্থা করবে।