আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁও’র ২ যুবক কক্সবাজার শহর থেকে অপহরণের ২৪ ঘন্টা পার না হতেই বাড়ি ফেরার সংবাদ পাওয়া গেছে।অনেকেই তাদের এ ফেরাকে রহস্যময় বলে মত প্রকাশ করছে।রবিবার অপহরণের দিন রাতে তারা বাড়ি ফেরে। উল্লেখ্য , ১০ ডিসেম্বর বিকালে কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা এলাকা থেকে অপহরণের শিকার হয় ঈদগাওস্থ ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর এলাকার শামসুল আলমের পুত্র এহছান উল্লাহ (২২) ও সাবেক চেয়ারমেন বলি মনছুর আলমের পুত্র মোবারক (১৮)। তারা সম্পর্কে খালাত ভাই।
পারিবারিক সূত্রে জানা গেছে, এ দু’ যুবক ঐদিন বিকালে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরতে কক্সবাজার শহরের খুরুশকুল- চৌফলদন্ডী সড়কের রাস্তার মাথায় সিএনজি ভাড়া করছিল। এসময় মাইক্রো যোগে আসা অজ্ঞাতনামা ৭/৮ জন লোক তাদের জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা অপহৃত এহছানের মোবাইল ফোন থেকে মুক্তিপণ দাবী করে বলে, তাদের দাবিকৃত টাকা না দিলে ইয়াবাসহ ছবি তুলে তাদেরকে থানায় সোপর্দ করা হবে। অপহরণের খবরটি নিশ্চিত করে তাদের নিকটাত্মীয় জয়নাল আবেদীন । ।এদিকে অপহরণের কিছুক্ষণ পর অপহৃত মোবারককে রহস্যজনক ভাবে ছেড়ে দেয় বলে জানা গেছে।অপর অপহৃত এহছান উল্লাহকে গভীর রাতে অর্ধ লাখ টাকা মুক্তিপনের বিনিময়ে ছেড়ে দেয় বলে নিশ্চিত করেন স্বজনরা। তবে ঐ মুক্তিপনের টাকা কার হাতে দেয়া হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন।উল্লেখ্য , এহছান উল্লাহ ১১ ডিসেম্বর সোমবার অপহরণের পরদিন ভিসায় সৌদি আরবে চলে যাওয়ার দিন।স্থানীয়দের ধারণা ,এ সুযোগে এলাকার একটি চিহ্নিত চক্রের ইন্ধনে এ রহস্যময় অপহরণের ঘটনা ঘটতে পারে। আইন শৃংখলা বাহিনী তদন্ত করলেই বেরিয়ে আসতে পারে থলের বিড়াল । ঈদগাও আইসি পরিদর্শক মিনহাজ মাহমুদ ভূইয়ার মোবাইলে বার বার রিং দিলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।