এম.মনছুর আলম, চকরিয়া:

চকরিয়ায় চিরিংগা হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৪০পিস ইয়াবাসহ মো.শাহ আলম (২৯)নামের এক পাচারকারী যুবককে আটক করা হয়েছে। ধৃত পাচারকারী যুবক শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার গৌরমা এলাকার মতিউর রহমান মাতবরের পুত্র বলে সূত্রে জানায়।এনিয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের এস আই আনোয়ার হোসেন বাদী হয়ে ধৃত পাচারকারী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।১০ডিসেম্বর রবিবার ভোর রাত ৩টার দিকে উপজেলার চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া ষ্টেশন সামনে থেকে হাইওয়ে পুলিশ ধৃত ইয়াবা পাচারকারী যুবককে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার মহাসড়কের উপজেলার বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলমের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান,উপজেলার বানিয়ারছড়া ষ্টেশন এলাকায় রবিবার ভোররাত ৩টার দিকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এক পাচারকারী ব্যাক্তি অবস্থান নেয়ার সংবাদ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের এস আই আনোয়ার হোসেন ও সুমন পাঠোয়ারী নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে মো.শাহ আলম নামের যুবককে গ্রেপ্তার করা হয়।এসময় পুলিশ ধৃত যুবকের দেহ তল্লাসী করে কসট্যাব মুড়ানো ১হাজার ৯৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্ধ করা হয়।তিনি আরো বলেন,পাচারকারী যুবক ইয়াবা ট্যাবলেট নিয়ে যাত্রী হিসেবে গাড়ীর জন্য ষ্টেশন এলাকায় ঘুরাঘুরি করছিল।ধৃত যুবককে চকরিয়া থানায় প্রেরণ করা হয়েছে। এনিয়ে সংশ্লিষ্ট ধারায় হাইওয়ে পুলিশের এস আই আনোয়ার বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃত ইয়াবা পাচারকারী বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।