চট্টগ্রাম সংবাদদাতা
নগরীর চান্দগাঁও থানার কালুরঘাটে বিশ্বখ্যাত ইউনিলিভারের নকল প্রসাধনী তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে বিপুল নকল প্রসাধনীসহ চারজনকে আটক করেছে র‌্যাব। আটক চারজন হলেন, আমিনুল ইসলাম (৩৭), মো.জাহেদ আলী (৩৫), হেলাল উদ্দিন (৩০) এবং আব্দুল মালেক (৫৫)।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে নগরীর কালুরঘাটের বালুরটাল এলাকায় আফরিন ট্রেডার্স নামে ওই কারখানায় অভিযান চালানো হয়। ওই কারখানা থেকে ইউনিলিভার র্ব্যান্ডের নকল সিল লাগানো ক্লোজআপ ও পেপসোডেন্ট টুথপেস্ট, ডোভ সাবান ও শ্যা¤পু, ক্লিয়ার, সানসিল্ক শ্যা¤পু এবং পন্ডস ও ভ্যাসেলিন ক্রিম জব্দ করা হয়েছে।
র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-পরিচালক লে.কমান্ডার আশিকুর রহমান ভূঁইয়া বলেন, আমিনুল পুরো সিন্ডিকেটের প্রধান। তিনজন তার ওই নকল কারখানার অংশীদার। এদের মধ্যে আবার দুজন প্রস্তুতকারক। তারা নকল প্রসাধনী তৈরি করে সেখানে ইউনিলিভারের সিল লাগায়। মানুষ ইউনিলিভারের পণ্য ভেবে সেটা কিনে প্রতারণার শিকার হচ্ছেন। চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।