হাফিজুল ইসলাম চৌধুরী :

রাষ্ট্রীয় মর্যাদায় ও গুণগ্রাহীরা অশ্রুজ¦লে বিদায় জানালেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বীর মুক্তিযোদ্ধা আবু নায়েম চৌধুরীকে (৭০)। তিনি উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরীর স্বামী। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা কম্পাউন্ডে প্রশাসনের পক্ষ থেকে ৬ সদস্যের সুসজ্জিত পুলিশের একটি চৌকস দল বিউগলে করুণ সুর বাজিয়ে প্রয়াত ওই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা প্রদর্শন করেন। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর শেখ, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে লাল সবুজের জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহ আনা হয়। পরে সদর ইউনিয়নের উত্তর বিছামারা গ্রামে জানাজা নামাজ শেষে মুক্তিযোদ্ধা আবু নায়েম চৌধুরীকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাজা নামাজে সর্বস্থরের মানুষের ঢল নামে।

প্রয়াত মুক্তিযোদ্ধার তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে আবু সুফিয়ান চৌধুরী বলেন, রোববার সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর বাবা মারা যান।