শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
কয়েকদিনের হাঁড় কাঁপানো শীতে যখন মানুষের জনজীবন স্বস্থি করে রেখেছিল ঠিক এরই মধ্যে শান্তির পরশ নিয়ে নেমেছে এক পশলা বৃষ্টি। জনজীবনে শীতের স্বস্থি এলেও বৃষ্টির কারণে বেড়েছে চরম দূর্ভোগ। জুমাবার থেকে গুঁড়ি গুঁড়ি ও মাঝারী ধরণের বৃষ্টি হওয়ায় ঈদগাঁও বাজারবাসীকে পোহাতে হয়েছে চরম দূর্ভোগ। কখনো হালকা আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কোমলমতি শিক্ষার্থী, কলেজমুখী ছাত্রছাত্রীসহ সাধারণ পথচারী। নিয়মিত যানজটের পাশাপাশি বৃষ্টির কারণে পানি জমে বাজারের বেশির ভাগ সড়কে ছিল দীর্ঘ যানজট। ঈদগাঁও বাজারে কয়েকটি সড়ক ঘুরে দেখা যায়, অপেক্ষাকৃত নিচু স্থানগুলোতে ৬/৭ ইঞ্চিমত পানি জমে গেছে। সে পানিতে ভাসছে নোংরা আবর্জনা। সদ্য সংস্কারকৃত কয়েকটি সড়কে কাঁদা মিশ্রিত হয়ে গড়ে উঠেছে অপরিস্কার বাজার হিসাবে। বিশেষ করে সওদাগর পাড়া সড়কের সামনে ডিসি রোড, কাঁচা তরকারি বাজার, চাউল বাজার, কৃষি ব্যাংকের সামনে, বাঁশঘাটা সড়কসহ বেশ কিছু স্থানে পানি জমে জলজট সৃষ্টি হয়েছে। এতে যানবাহনে ভোগান্তি বেড়েছে। এছাড়া বাজারের অধিকাংশ সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং অতীতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের নামে গর্ত খুঁড়ে রাখার ফলে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দূর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন পথচারী রমিজ উদ্দীন, ওমর ফারুক, কামাল উদ্দীনসহ অনেকে।