শাহজালাল শাহেদ, চকরিয়া:

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ৯ডিসেম্বর  চকরিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় বিভিন্ন স্তরের নারী ও  নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার
নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে দিবসটির আালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত ও উপজেলা  উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাবিবা জাহান।
এসময় সচেতন নাগরিক কমিটি সনাক চকরিয়ার সভাপতি অধ্যাপক মো. সাহাবউদ্দিন ও বিগত বছরের নির্বাচিত জয়িতারাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক হুরে জান্নাত মিলির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়।