
অনলাইন ডেস্ক : সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৮ ডিসেম্বর) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাদের আটক করেছে শেরে বাংলা থানা পুলিশ। রাতে বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান ।
তিনি জানান, রাতে সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপির ৯ নেতাকর্মীকে আটকের প্রতিবাদে শনিবার (০৯ ডিসেম্বর) ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল আহ্বান করেছে দলের কেন্দ্রীয় কমিটি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, রাজধানীর পান্থপথ এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তারা একসঙ্গে জড়ো হয়ে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা করছে এমন অভিযোগে তাদের আটক করা হয়েছে।
আটকদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তারা কে, কোথায় কি করে এবং নামপরিচয় যাচাই-বাছাই চলছে।