হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফের হ্নীলা ওয়াব্রাং সীমান্ত থেকে বিজিবি ১ কোটি ২০ লক্ষ টাকা মুল্যের ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে এ অভিযানে ইয়াবা চোরাকারবারীরা আটক হয়নি। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম জানান ‘বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় হ্নীলা ইউপিস্থ অবরাং এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির সুবেদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল স্পীডবোট যোগে ৮ ডিসেম্বর ভোর রাতে বর্ণিত এলাকায় গমন করতঃ তল্লাশী অভিযান পরিচালনা করে। এছাড়াও হ্নীলা বিওপি হতে নায়েক মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে অপর একটি টহল দল নাফ নদীর কিনারা দিয়ে পায়ে হেঁটে বর্ণিত এলাকায় গমন করে। টহল দল উক্ত এলাকায় গমনের পর আশে-পাশে কোন লোকজনের উপস্থিতি ও আনাগোনা দেখতে না পেয়ে নাফ নদীর কিনারা দিয়ে তল্লাশীকালীন পলিথিন দ্বারা মোড়ানো একটি প্যাকেট দেখতে পায়। এমতাবস্থায় সন্দেহ হওয়ায় টহল দল উক্ত প্যাকেটটি খুলে গণনা করে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যমানের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।