মো. রেজাউল করিম, ঈদগাঁও:

কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব মহা জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে। এতে স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বশেষ ২০১৭ সালে এসএসসি পাশ করা সকল প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। দীর্ঘদিন পূর্তি উৎসব অনুষ্ঠানের নানা কথাবার্তা শোনা গেলেও কার্যকরভাবে কেউ এগিয়ে না আসায় এ ধরণের কোন উৎসব অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে। অবশেষে অত্র বিদ্যালয় থেকে পাশ করা বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ এ ব্যাপারে এগিয়ে আসায় উৎসব উদযাপনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। ৮ ডিসেম্বর বিকেলে বিদ্যালয় মাঠে এ সংক্রান্ত ১ম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে। এতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থী বর্তমান ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক, ৮০ ব্যাচের শিক্ষার্থী বর্তমান ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ছৈয়দ আলম, ৭৫ ব্যাচের শিক্ষার্থী বিশিষ্ট রাজনীতিক অধ্যাপক ফিরোজ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আলহাজ¦ ছানা উল্লাহ, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বজল আহমদ, ৭০ ব্যাচের শিক্ষার্থী ডা. মোস্তাফিজুর রহমান, ৭১ ব্যাচের শিক্ষার্থী অবসরপ্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাষ্টার জাকির হোছাইন, ৭৭ ব্যাচের শিক্ষার্থী আলহাজ¦ আবদুচ ছালাম, ৮৪ ব্যাচের শিক্ষার্থী মো. শওকত আলম শওকত, ৮৭ ব্যাচের শিক্ষার্থী বর্তমান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যলয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, ২০১০ ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান সরকারী কলেজ ছাত্র সোহেল রানা ও মনিষ আচার্য্য। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাংবাদিক মো. রেজাউল করিম।

সভায় উপস্থিত সকলে এ ধরণের একটি আয়োজন খুবই প্রয়োজন ও যুগোপযোগী বলে মতামত ব্যক্ত করেন। পরবর্তী শুক্রবার হাইস্কুল মাঠে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত কলেবরে আয়োজিত বৈঠকে অত্র বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ পরামর্শ ও মতামত দেয়ার আহবান জানানো হয়।