১৩ ডিসেম্বর মহেশখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০১৭ ১২:০০ , আপডেট: ৬ ডিসেম্বর, ২০১৭ ১২:০৭

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


নির্বাচন কমিশনারের নিকট হতে মনোনয়নপত্র গ্রহণ করছেন সভাপতিপ্রার্থী আবদুর রাজ্জাক।

সংবাদদাতা:
আগামী ১৩ ডিসেম্বর মহেশখালী প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে নির্বাচনের তপশীল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এস,এম কাজী মোরতাজ আহমদ। কমিশনের সদস্য রয়েছেন ৩ জন।
নির্বাচনি তপশীল অনুযায়ী, ৫-৬ ডিসেম্বর মনোনয়নপত্র ও ভোটার তালিকা সরবরাহ, ৭ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলে, ৮ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাচাই, ১০ ডিসেম্বর অভিযোগ গ্রহন ও নিষ্পত্তি, ১১ ডিসেম্বর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোট হবে ১৩ ডিসেম্বর।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করছেন দৈনিক জনকণ্ঠ ও দৈনিক পূর্বকোণের মহেশখালী প্রতিনিধি আবদুর রাজ্জাক, দৈনিক ইনকিলাবের মহেশখালী প্রতিনিধি মো.জয়নাল আবেদীন, দৈনিক ইত্তেফাকের মহেশখালী প্রতিনিধি আবুল বশর পাভেজ, দৈনিক বাংলার গৌরবের মহেশখালী প্রতিনিধি সিরাজুল হক সিরাজ।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন- দৈনিক সমকালের মহেশখালী প্রতিনিধি মো.শাহাবউদ্দিন, দৈনিক কক্সবাজার ৭১ এর মহেশখালী প্রতিনিধি মো এম.রমজান আলী, দৈনিক বাঁকখালীর ব্যবস্থাপক ও স্টাফ রিপোর্টার মো জিকির উল্লাহ জিকু, দৈনিক সমুদ্রর্বাতার মহেশখালী প্রতিনিধি কাউন্সিলর মো.সালামত উল্লাহ প্রমুখ।