হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

অভিনব কৌশলে লুকিয়ে পাচারকালে ২৫ লক্ষ ৭১ হাজার টাকা মুল্যের ৮ হাজার ৫৭০ পিস ইয়াবাসহ ২ জন নারী ইয়াবা পাচারকারীকে আটক করেছে বিজিবি। এসময় তাঁদের কাছ থেকে নগদ বাংলাদেশী ৪ হাজার ১০০ টাকা এবং ৩ হাজার টাকা মুল্যমানের ২টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। আটককৃত হলেন টেকনাফ পৌর এলাকা পুরান পল্লানপাড়া মৃত শফিউল্লাহ’র স্ত্রী মোছাম্মৎ নুর খাতুন (৩২) এবং একই এলাকার মৃত হোসেন আহমদের স্ত্রী মোছাম্মৎ রেজিয়া বেগম (৩০)। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ টাকাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম ৫ ডিসেম্বর জানান ‘২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির নায়েব সুবেদার মোঃ সাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি টহল দল ৪ ডিসেম্বর হোয়াইক্যং চেকপোষ্টে যানবাহন তল্লাশীর দায়িত্বে নিয়োজিত ছিল। বিকালে টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস হোয়াইক্যং চেকপোষ্টে পৌঁছলে কর্তব্যরত টহল দল সিগন্যাল দিয়ে উক্ত বাসটি থামায়। পরবর্তীতে বাসটি তল্লাশীকালীন যাত্রীদের জিজ্ঞাসাবাদের সময় নিম্মে বর্ণিত আসামীদের তাৎক্ষনিক আচরণ সন্দেহ হওয়ায় মহিলা বিজিবি সদস্য দ্বারা পুংখানুপুংখভাবে তল্লাশী করে তাদের সাথে থাকা ভ্যানিটি ব্যাগের মধ্যে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ২৫ লক্ষ ৭১ হাজার টাকা মুল্যের ৮ হাজার ৫৭০ পিস ইয়াবা, নগদ বাংলাদেশী ৪ হাজার ১০০ টাকা এবং ৩ হাজার টাকা মুল্যমানের ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করতে সক্ষম হয়। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ টাকাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’।