সুনীল বড়ুয়া :

কক্সবাজার শহরের প্রাচীন জনপদ ঝাউতলার ঐতিহ্যের প্রতীক ঝাউগাছ এখন ঐতিহ্য হারানোর পথে। সেই হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে ঝাউতলায় ঝাউগাছ রোপন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি।
শনিবার বিকালে কক্সবাজারে আন্তর্জাতিকমানের নবনির্মিত রেডিয়েন্ট ফিস ওর্য়াল্ড এ্যাকুরিয়াম পরিদর্শনকালে রেডিয়েন্ট ফিস ওর্য়াল্ড কমপ্লেক্সের আঙ্গিনায় প্রতীকীভাবে এ গাছটি রোপন করেন তিনি।
এসময় মন্ত্রী বলেন,‘বর্তমান সরকারের আমলে পর্যটন শিল্পের প্রভূত উন্নয়ন সাধন হয়েছে। কক্সবাজারের পর্যটনের বিকাশেও সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাই দেশী বিদেশী বিনিয়োগকারীদের পর্যটন শিল্পে বিনিয়োগে আগ্রহ বাড়ছে’।
দুপুর দুইটার দিকে সেতুমন্ত্রী কক্সবাজারের ঝাউতলায় নান্দনিক শিল্পকর্মে নির্মিত দেশের একমাত্র এবং সর্ববৃহৎ ‘রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড’ পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান,রেডিয়েন্ট গ্রুপের ‘রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড’-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ নিজামুল ইসলাম মন্ত্রীকে ফুলেল অর্ভ্যথনা জানান।
এ সময় অন্যাদের মধ্যে কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল,মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, শহর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম,রেডিয়েন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ছিদ্দিক মিয়া চৌধুরী,প্রজেক্ট ইনচার্জ ক্জাী আমিনুল ইসলাম ও প্রতিষ্ঠানটির চীফ কনসালটেন্ট নুরুল বাকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রেডিয়েন্ট ফিস ওর্য়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জানান, ঝাউতলা এলাকায় সবুজ ঝাউগাছের সেই জৌলুস এখন আর চোখে পড়েনা। যে কারণে কক্সবাজার শহরের প্রাচীন জনপদ ঝাউতলা নামটি এবং ঝাউগাছ ঐতিহ্য হারানোর পথে। সেই হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং ঝাউতলা নামের অস্থিত্ব রক্ষায় নব নির্মিত রেডিয়েন্ট ফিস ওর্য়াল্ড কমপ্লেক্সে আমরা দৃষ্টিনন্দন নানান ফুলের পাশাপাশি বিপুল সংখ্যক ঝাউগাছ রোপনের উদ্যেগ নিয়েছি। প্রতিকী হিসাবে মন্ত্রী মহোদয় আজ একটি ঝাউচারা রোপন করলেন।