হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

৯০ জন নারীর অংশ গ্রহণে টেকনাফে ‘বসত বাড়ির আঙ্গিনায় সব্জি চাষ প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে। টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় আর্ন্তজাতিক সংস্থা সলিডারিটি ইন্টারন্যাশনাল এ প্রশিক্ষণের আয়োজন করেন।

জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়াস্থ মাহিয়া হোটেলে এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়। এতে ৩টি ব্যাচে মোট ৯০ জন আগ্রহী নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক ছিলেন টেকনাফ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, সলিডারিটি ইন্টারন্যাশনালের হোছাইন রহমান রায়ান। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ২ কেজি ইউরিয়া সার, ২ কেজি টিএসপি, ১ কেজি এমওপি, আধা কেজি বোরন, আধা কেজি জিপসাম এবং উন্নত হাইব্রীড জাতের লাল শাক, বেগুন, মরিচ, শশা, চিচিংগা, ঝিঙ্গা, ধনিয়া, মিষ্টি কুমড়া, লাউ এর বীজ দেয়া হয়েছে।