মোঃ আবুল কাসেম, ঈদগড়:
ঈদগাঁও-ঈদগড় সড়কে গজালিয়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুইজনকে অপরণ হয়েছে। অপহৃতরা হলো- নুরুল আমিন (৩৫)ও হেলাল উদ্দিন (২০)।
তারা দুইজনই ঈদগড় ইউনিয়নের বাইতুশরফ এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে।
এই রিপোর্ট লেখার সময় রাত ১২-৫৫মিঃ অপহৃতদের খোঁজ খবর পাওয়া যায়নি।
সুত্র জানায়, ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে সিএনজি ও ১টি মোটরসাইকেল ব‍্যারিকেড দেয়। এরপর ৮-১০ জন সশস্ত্র মুখোশ মারধর করে নগদ ৩০-৪০হাজার টাকা ও মোবাইল কেড়ে নিয়ে যায়।
সিএনজির অপর যাত্রী আব্দুল্লাহ জানান, আমাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কৌশলে আমি পালিয়ে আসি।
সিএনজিতে থাকা আমার দুলাভাই নুরুল আমিনকে অপহরণ করে নিয়ে যায়।
হেলাল উদ্দিনের চাচাত ভাই সাবেক মেম্বার বেলাল উদ্দিন জানান আমার ছোট ভাই ঈদগাঁও জরুরী কাজ সেরে ঈদগাঁও থেকে মোটর সাইকেল যোগে ঈদগড়ে আসার পথে উল্লেখিত স্থানে অপহরণের শিকার হন।
এব‍্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ (ভুইয়া) জানান, আমি বিষয়টা শুনেছি। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।
রামু থানার ঈদগড় পুলিশ ক‍্যাম্প দায়িত্বপ্রাপ্ত এ এস আই মোরশেদ আলম জানান, ঈদগাঁও-ঈদগড় সড়কে রাত ৮টার পর গাড়ি চলাচল বন্ধ থাকলেও রাত ১০টার পর কিছু অসাধু ড্রাইভার তা না মানার কারণে এই রকম দূর্ঘটনা ঘটে। ঘটনাটি শোনার পর পর‌ই আমি সিএনজিটি আটক করি।