হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি :

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের উদ্যোগে ২৭ নভেম্বর (সোমবার) সকাল ১১টায় পরিস্কার -পরিছন্নতা অভিযান স্কাউট দলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে চলে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটদলের সভাপতি এস এম সরওয়ার কামাল বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তাই ঘর-বাড়ি, রাস্তাঘাট, নালা-নর্দমা, স্কুল, বাজার, রাস্তাঘাট, কলেজ, অফিস-আদালত এবং এর আশ-পাশের এলাকাসমূহ পরিস্কার পরিচ্ছন্নতা রাখা অত্যন্ত জরুরি। এসব কাজ করতে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্কাউটদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান যেমনি কাজ করে তেমনি আপামর জনসাধারণেরও এব্যাপারে এগিয়ে আসা উচিত। মনে রাখতে হবে জনগণই এর প্রধান ভূক্তভোগী। আপনার-আমার সচেতনতাই পারে নিকটস্থ এলাকাটি ময়লা-আর্বজনা ও জীবাণুমুক্ত রাখতে। আমরা নিজেরা যদি উদ্যোগী হয়ে নিজেদের ঘরের আশপাশসমূহ পরিস্কার করে রাখি তাহলে একদিকে যেমন জায়গাটি উজ্জ্বলতা ও প্রাণ ফিরে পাবে তেমনি নানান অসুখ বিসুখ থেকেও আমরা আমাদের পরিবার, সমাজকে মুক্ত রাখতে পারব।
স্কাউট দলের সাধারণ সম্পাদক ছৈয়দুল বাশারের সঞ্চালনায় অন্যনদের মাঝে উপস্থিত ও বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহম্মদ, নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মুহাম্মদ আলমগীর, সদর ইউপি চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধরী, আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার মাষ্টার আলাউদ্দিনসহ প্রমূখ।