নিজস্ব প্রতিবেদক.

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পের শুভ উদ্বোধন হলো মানব কল্যাণমূলক সংগঠন ‘বন্ধন’।

শিক্ষা ও সুচিন্তক নাগরিকদের সুসংগঠিত করা, দেশ ও সমাজের কল্যাণে কাজ করা, অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠিকে জীবনমান উন্নয়নে সহযোগিতা করা এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন জনকল্যাণ মূলক লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এ সংগঠনটি যাত্র শুরু করেছে।

ব্লাড গ্রুপিং অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লঞ্চঘাট বাজার কমিটির সভাপতি কামাল হোসেন এবং সেক্রেটারি মোঃ সেলিম। এসময় উপস্থিত ছিলেন বন্ধন সংগঠনের সকল সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি প্লাস অনলাইন টিভির পেকুয়া প্রতিনিধি এফএম সমুন।

উক্ত ক্যাম্পে জন দেশ শতাধিক মানুষের ব্লাড গ্রুপিং পরীক্ষা করা হয়। উক্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পে টেকনিশিয়ান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল কাদের, মোঃ আব্দুল্লাহ ও মোঃ হিজবুল্লাহ।