প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন বলেছেন বর্তমান সরকার গ্রাম আদালত ব্যবস্থা চালু করে গ্রামের সাধারণ মানুষের জন্য অনেক উপকার করেছে। সেই বার্তা গ্রামের মানুষের কাছে পৌছে দিতে হবে। যাতে মানুষ সরকারের সুবিধাগুলো সহজে গ্রহন করতে পারে। তিনি বলেণ সরকার গ্রাম আদালতকে আগের ছেয়ে শক্তিশালী করেছে এবং অনেক ক্ষমতাও দিয়েছে এতে মানুষ খুব সহজে এবং দ্রুত তাদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ সৃস্টি হয়েছে। তাই কেউ গ্রাম আদালতকে অবজ্ঞা করার সুযোগ নেই। মোট কথা গ্রাম আদালতের সুবিধা বিষয়ে গ্রামের মানুষকে সচেতন করার দায়িত্ব সবাইকে নিতে হবে। তিনি গতকাল সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বুদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারী প্রতিষ্টান সমুহের ভুমিকা শীর্ষকএক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর,নারী ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, গ্রাম আদালত ব্যবস্থা কমিটির জেলা ফ্যাসিলিটেটর আখাই মং মার্মা, সদর উপজেলা সমন্নয়কারী মোঃ রাসেল। এতে বিভিন্ন এনজিও কর্মী, সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।