ডেস্ক নিউজ:
মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়। তারা বলছে, তাদের ফিরিয়ে নেওয়ার কথা বলা হলেও রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী এখনও অভিযানের নামে তাণ্ডব অব্যাহত রেখেছে। এই অবস্থায় সেখানে এখনও ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি।

ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি গুলি করে হত্যা, নারীদের ধর্ষণসহ ভয়াবহ নির্যাতন চালাচ্ছে।

এরপরও বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রাখাইনে নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করলেই মিয়ানমারে ফিরে যাবে।

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের এমন মনোভাব জানা গেছে।

নিজ দেশে ফিরে যেতে চান রাখাইনের বুচিদং এলাকা থেকে আসা আছিয়া খাতুন।

তিনি বলেন, ‘আমরা জেনেছি, বাংলাদেশ সরকারের সঙ্গে মিয়ানমারের একটি সমঝোতা সই হয়েছে। আমাদের যদি মিয়ানমারে ফেরত যেতে হয়, তাহলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে আমরা মিয়ানমারের নাগরিক।

তাহলেই আমরা ফিরে যাবো। না হলে নয়। আর নিশ্চিত করতে না পারলে আমরা বাংলাদেশেই মরবো জানান আছিয়া ।’

আবুল কালামনাগরিকত্ব ও নিরাপত্তা না পেলে নিজ দেশে ফিরে যাবেন না বলে জানালেন উখিয়ার বালুখালী ২নং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া বৃদ্ধ আবুল কালাম।