শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি:

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল আনন্দ শুভযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

শনিবার (২৫ নভেম্বার) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম সরওয়ার কামাল, থানা ইনচার্জ শেখ মুহাম্মদ আলমগীর,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা শিক্ষা অফিসার আবু আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মো: ইমরান মেম্বার,আওয়ামীলীগ সিনিয়র নেতা খাইরুল বাশার চেয়ারম্যান,উপজেলা মুক্তিযুদ্ধা কমন্ডার মুহাম্মদ রাজা মিয়া,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,দৌছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিব উল্লাহ, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ,সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইন মার্মা, আওয়ামীলীগ নেতা ডাঃ সিরাজুল হক,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: তারেক রহমান, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী হোসেন,যুগ্ন সম্পাদক ইব্রাহীম আজাদ, ছাত্রলীগ সম্পাদক উবাচিং মার্মা প্রমূখ।

আনন্দ শুভযাত্রার র‌্যালীর শেষে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা আজ পুনরায় এক ভিন্ন দ্যোতনায় আন্দোলিত হলাম, আনন্দিত হলাম, প্রবল এক আবেগে আপ্লুত হলাম। আপ্লুত হলাম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের সেই ভাষণ বাঙালির আত্মমুক্তির মন্ত্ররূপে একদিন প্রতিষ্ঠিত হয়ে আজ তা আবার বিশ্বমানবের মুক্তির মন্ত্ররূপে গৃহীত, বিশ্বের সর্বত্র অবিস্মরণীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃত হওয়ায়। এমন আনন্দের সংবাদে আমরা আপ্লুত না হয়ে পারি না।

অন্যান্যদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী বলেন, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগের নতুন যুগের সূচনায় ঐতিহাসিক নানা দালিলিক প্রামাণ্য আমাদের সম্মুখে উন্মোচিত হতে শুরু করে। তাই এবার ইউনেস্কো যখন বঙ্গবন্ধুর ৭ই মার্চের এই ঐতিহাসিক ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দেয় তখন আমাদের নানা কথাই মনে পড়ে। মনে পড়ে কী ভয়ংকর এক অন্ধশক্তির অপশাসনের খপ্পড়ে আমরা পড়েছিলাম! সেইসাথে আমাদের এই জাতিরাষ্ট্র এক মিথ্যা ইতিহাসের চোরাবালির মরীচিকায় আচ্ছন্ন হয়ে পড়েছিল!

মনে পড়ে দীর্ঘ ২১টি বছর সেনা-ছাউনিজাত অপশাসনের নিগড়ে নিমজ্জিত হয়ে আমরা সত্যভাষণ উচ্চারণেও কী পরিমাণে দ্বিধাগ্রস্ত ছিলাম! কথায় বলে ‘আগুন কখনো ছাইচাপা দিয়ে রাখা যায় না’। অবশেষে তাই প্রমাণ হলো। কেবল বাংলাদেশেই নয় বিশ্বের সর্বত্রই বঙ্গবন্ধুর ৭ই মার্চেএই ভাষণ উচ্চারিত হবে। বিশ্ববাসী বঙ্গবন্ধুর এই মহান ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে চিনতে পারবে। তাই নানা কারণে আজ আমরা আবেগপ্রবণ ও আনন্দে আপ্লুত।উপজেলা কলেজ,স্কুল,মাদারাসার শিক্ষর্থীদেরকে বঙ্গবন্ধুর ৭ই ভাষণসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রমাণ্য চিত্র প্রদর্শন উপভোগ করান উপজেলা প্রশাসন। এই আনন্দ শুভযাত্রায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সকল সামাজিক, সাংস্কৃতিক, স্কুল ও কলেজের ছাত্রছত্রীরাও অংশ নেয়।