সোয়েব সাঈদ, রামু:

রামুর কাউয়ারখোপ এর অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ¦ ছৈয়দ আহমদ বিএ (৮৫) শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে একটায় রামু কাউয়ারখোপ ইউনিয়নের মধ্যম কাউয়ারখোপ গ্রামস্থ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।

আলহাজ¦ ছৈয়দ আহমদ (বিএ) কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সহ সভাপতি ছিলেন। তিনি এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব ফারুক আহামদের বড় ভাই। আলহাজ¦ ছৈয়দ আহমদ উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

শনিবার (২৫ নভেম্বর) বাদে জোহর পূর্ব কাউয়ারখোপ কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ¦ ছৈয়দ আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হানিফ মিয়া মাস্টার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক কিশোর বড়–য়া, শিক্ষানুরাগী সদস্য ওসমান সরওয়ার মামুন, বিদ্যালয়ের দাতা সদস্য শহীদুল্লাহ সিকদার, সদস্য জহির উদ্দিন মেম্বার, নুরুল আলম, আবদুল গফুর, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, মো. আবদুল্লাহ, লুৎফুন্নাহার প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।