বিশেষ প্রতিবেদকঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আজ সকাল ১১ টার সময় ভার্সিটি চত্বর থেকে শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুল হামিদের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের ” স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত আনন্দ শোভাযাত্রা।

এতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর আবদুল হামিদের নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রাজিদুল হক, বিএইচটিএম বিভাগের বিভাগীয় প্রধান শাকিল আহমেদ, রেজিস্ট্রার মোঃ নাজিমুদ্দিন সিদ্দিকীসহ সকল ডিপার্টমেন্টের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ