বার্তা পরিবেশঃ

দেশের প্রথম মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয় নির্মিত হবে কক্সবাজারে বলে জানান, প্রবীণ রাজনীতিবিদ, প্রথম স্বশস্ত্র বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক, জেলা জয় বাংলা বাহিনী ৭১ এর প্রধান। কক্সবাজারে প্রথম বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষক ও প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারি কামাল হোসেন চৌধুরী। তিনি গত ১১ নভেম্বর রামুর মিড়াছড়ি এলাকায় সম্ভাব্য ৩ টি স্থান পরির্দশন করেন। স্থান পরির্দশন সময় সাথে ছিলেন, সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, সাংবাদিক সোহরাব হোসাইন চৌধুরী, মোঃ হোসেন প্রমূখ। মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয় প্রকল্প মধ্যে রয়েছে – ১. মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয় ২. বিশ্ব মানবতার মা ‘শেখ হাসিনা হল’ ৩. প্রবীণ মুক্তিযোদ্ধা আবসান ৪. মুক্তিযোদ্ধা মিউজিয়াম ও লাইব্রেরী ৫. উদ্যান বোটানিক্যাল গার্ডেন ৬. কলেজ, উচ্চ বিদ্যালয়,৭. মসজিদ, ৮. সাতাঁর কাটার সরোবর ৯. যৌথ খেলার মাঠ ১০. শিশু নিকেতন ইত্যাদি।