ডেস্ক নিউজ:

ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলএকাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামভিত্তিক সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বড় জোট গড়তে গত এক বছর ধরে কাজ করছে ইসলামী ঐক্যজোট। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোটের বাইরে বড় জোট হলে ‘নির্বাচনি সমঝোতায়’ সুফল পাওয়া যাবে বলে মনে করছেন দলের নেতারা। সমমনা দলগুলোকে নিয়ে জানুয়ারি মাসে বড় সমাবেশ করে জোট ও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার কথা ভাবছেন তারা। বেশ কয়েকটি ইসলামভিত্তিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জোট গঠনের জন্য ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার আলাপ-আলোচনা করেছেন ইসলামী ঐক্যজোটের নেতারা। এসব দলের মধ্যে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ফরায়েজি আন্দোলন, ওলামা কমিটি, খেলাফতে ইসলামী, মুসলিম লীগসহ আরও কয়েকটি ইসলামভিত্তিক দল।
দেশের ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে রয়েছে বেশকিছু দল। এর মধ্যে ইসলামী ঐক্যজোট দীর্ঘ দুই যুগের সম্পর্কের ইতি ঘটিয়ে ২০১৬ সালের শুরুতেই (৭ জানুয়ারি) বের হয়ে আসে এই জোট থেকে। বিএনপি নেতৃত্বাধীন জোটে এখনও রয়েছে খেলাফত মজলিস ও অন্তর্কোন্দলে জর্জরিত জমিয়তে উলামায়ে ইসলাম। তবে জোট থেকে বের হয়ে আসার পরই ইসলামী ঐক্যজোট সমমনা দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি-আওয়ামী লীগের রাজনৈতিক জোটের বাইরে থাকা বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস নেতারাও এই জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।
ইসলামী ঐক্যজোট সূত্রে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগের বর্ষপূর্তি উপলক্ষে জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শরিকদের সম্মতি পেলে এই সমাবেশ থেকেই জোটের আত্মপ্রকাশ ও নির্বাচনে ৩০০ আসনে জোট থেকে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া পরিকল্পনা ইসলামী ঐক্যজোটের।
এ প্রসঙ্গে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইসলামী ঐক্যজোট আর্দশবান নেতাকর্মী ও আলেমদের সমন্বিত প্ল্যাটফর্ম। স্বকীয় অবস্থানে থেকে আমরা এখন সামনে এগিয়ে যেতে পারছি। তবে ঐক্যের প্রয়োজনীয়তা সব দলই অনুভব করছে। মূলত প্রকৃত ইসলামী দলগুলোকে আমরা ঐক্যের আহ্বান জানাচ্ছি। আশা করা যায়, একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা যাবে। তবে ১৪ দলীয় জোটে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। আমরা ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে, ২৫ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ষষ্ঠ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে নির্বাচনসহ দলের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। জোট গঠনের বিষয়ে আলাপ-আলোচনা চলমান রয়েছে বলে দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল বলেন, ‘আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে ঐক্যবদ্ধ হওয়ার জন্যও আলাপ-আলোচনা হচ্ছে। আমরা সবার সঙ্গে বসে কথা বলছি। তবে এখনও সবাইকে জানানোর মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি।’
তবে জোট নিয়ে আশাবাদী খেলাফতে ইসলামী বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা ফজলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন এখন জোটভিত্তিক। এককভাবে নির্বাচনে অংশ নিলে সুফল নাও আসতে পারে। জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। জোট গঠনের জন্য আলাপ-আলোচনা চলছে। প্রায় সব দলই জোটের বিষয়ে আন্তরিক। নির্বাচনের সময় ঘনিয়ে এলে তখন জোটের আত্মপ্রকাশ বা দৃশ্যমান কর্মকাণ্ড প্রকাশিত হবে।’