ইমাম খাইর, সিবিএন:
জেলা বিএনপির নতুন কমিটিতে নারীদের প্রাধান্য দেয়া হয়েছে। নেতৃত্বের বহরে যোগ হয়েছে জেলা বিএনপির দুইটি সম্পাদকীয় পদসহ ১৪ জন নারী।

সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না নতুন কমিটিতে বহাল রয়েছেন। নতুন যোগ হয়েছেন- মহিলা বিষয়ক সম্পাদক পদে কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইসচেয়ারম্যান নাসিমা আকতার বকুল, নির্বাহী সদস্য পদে টেকনাফ উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান তাহেরা আকতার মিলি, পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার, কক্সবাজার পৌর নারী কাউন্সিলর হুমায়রা বেগম, মনজুমন নাহার, বেগম সাবিনা ইয়াসমিন ঝিনু (কক্সবাজার-১), খালিছা বেগম (কক্সবাজার-১), রাশেদা বেগম কাউন্সিলর (কক্সবাজার-১), ফাতেমা জান্নাত (কক্সবাজার-১), ভাইস চেয়ারম্যান জাহান আরা বেগম (কক্সবাজার-২), লায়লা বেগম (এমইউপি) (কক্সবাজার-২), ভাইসচেয়ারম্যান বেগম ফরিদা ইয়াসমিন (কক্সবাজার-৩), নাজিয়া জাহান চৌধুরী শম্পা (কক্সবাজার-৪)।

আগের কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাকে স্বপদে বহাল রেখে ২২ নভেম্বর কমিটি অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

তবে, নতুন কমিটি থেকে বাদ পড়েছে মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক এমপি প্রকৌশলী সহিদুজ্জামানের মতো হাইপ্রোফাইলের নেতা।

২০০৯ সালের ২০ নভেম্বর জেলা বিএনপির সর্বশেষ কমিটি গঠিত হয়।