বান্দরবান প্রতিনিধি:

তিনদিন ব্যাপী বোামং রাজপুণ্যাহ উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। বান্দরবানে রাজার মাঠে আগামী ২১ডিসেম্বর বার্ষিক রাজপূণ্যাহ উৎসব শুরু হবে। বোমাং রাজা প্রকৌশলী উচ প্রু বুধবার সকালে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণ দেন। এটি হবে বোমাং চিফের (রাজা বাহাদুর) ১৪০তম রাজপুণ্যাহ উৎসব। রাজপূণ্যাহকে ঘিরে ৩দিন চলছে সামাজিক মেলা। বোমাং রাজা প্রকৌশলী উচ প্রু সংবাদ সম্মেলনে জানান, চলমান প্রথানুসারে বান্দরবান বোমাং সার্কেলভুক্ত ১০৯টি মৌজার হেডম্যান, কারবারী, রোয়াজা এবং তালুকদাররা তাদের এলাকার গ্রোভল্যান্ডের (তৃতীয় শ্রেণীর পাহাড়ি ভুমি) বার্ষিক ভুমিকর আদায় করবেন রাজ দরবারে।

আগামী ২১ ডিসেম্বর বার্ষিক রাজপুণ্যাহ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি,পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা অতিথি থাকবেন । সংবাদ সম্মেলনের এই সময় রাজপুত্র চসিংপ্রু বনি, ৩৩৭ নং বালাঘাটা মৌজার হেডম্যান সাচপ্রু, হেডম্যান এসেসিয়েশনের সাধারণ সম্পাদক টি মংপ্রুসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ রাজ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।