নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:

পেকুয়া উপজেলা ভূমি অফিসে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১নভেম্বর) সকাল ১০টা থেকে পেকুয়া উপজেলা ভূমি অফিসে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষজন তাদের ভূমি সংক্রান্ত সমস্যা জানান।

তাদের সমস্যা গুলো আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন গণশুনানীর আয়োজক ও পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌস।

গণশুনানীতে ভূমিহীন বন্দোবস্ত মামলা নং ৫৮ এর বাদী তার সমস্যার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌসের দৃষ্টি আকর্ষন করলে, জমিটি পরিমাণ করে দখল বুঝিয়ে দিতে সার্ভেয়ারকে নির্দেশ দেন। এছাড়াও গণশুনানীতে আগতদের বিভিন্ন সমস্যার কথা আমলে নিয়ে সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

এসময় পেকুয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো শান্তি জীবন চাকমা, প্রধান সহকারী শামসুল হুদা ছিদ্দিকি, অফিস সহকারী মলয় পাল ও সার্ভেয়ার হাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌস বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে মানুষের অজ্ঞতা দূর এবং সেবার মান বৃদ্ধি করতে এ গণশুনানীর আয়োজন করা হয়।