বিদেশ ডেস্ক:
সৌদি আরবের সঙ্গে খুব শিগগিরই ‘সাহাব-২’ নামে এক যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য একপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এ খবর জানিয়েছে।

পাকিস্তান ও সৌদি আরবের সামরিক মহড়ার ফাইল ছবি

খবরে বলা হয়, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এ সামরিক মহড়ার ব্যাপারে আলোচনা হয়েছে। সৌদি আরবের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মুফলেহ বিন সুলায়েম আল ওতাবি বলেন, ‘সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে দুই দেশের সামরিক দক্ষতা বিনিময়, অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের বাহিনীর কর্মক্ষমতা ও মতাদর্শ বিনিময়ের মাধ্যমে সামগ্রিক সম্পর্ক উন্নয়নই এ মহড়ার লক্ষ্য। ’

‘সন্ত্রাসবাদ দমনে’ সৌদি আরবের নেতৃত্ব ৪১টি মুসলিম দেশের সমন্বয়ে একটি জোট গঠনের জন্য দেশটির পক্ষ থেকে আলোচনার মধ্যেই এ মহড়ার আয়োজন করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাসে পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, মিসর, মরক্কো, জর্ডান, সুদানসহ ২০টি দেশ মিলে এক যৌথ সামরিক মহড়ার অংশ নিয়েছিল।