চকরিয়া অফিস.

মা-বাবার স্বপ্ন ছিলো ছেলেকে ডাক্তার বানিয়ে মানুষের সেবায় উৎসর্গ করবে, সে আশা পূরণ পুর্বক সাফল্যের চূড়ায় স্থান করে নিয়েছে কৃতি মুখ রকিবুল হোছাইন। এস.এস.সি. এইচ.এস.সি.তে ঈর্ষণীয় ফলাফল অর্জণের পর রকিবুল হোছাইন ভর্তি হয় চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি (ইউ.এস.টি.সি.) বিশ্ববিদ্যালয়ে। এ বিশ্ববিদ্যালয়ের এম.বি.বি.এস. পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফলে জানা যায়- রকিবুল হোছাইন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। কৃতি মুখ রকিবুল হোছাইন চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলী আকবর সওদাগর এবং আলহাজ¦ হুসনে আরা বেগমের ৩য় পুত্র এবং কক্সবাজার বারের তরুণ আইনজীবি ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক এডভোকেট রবিউল এহেসানের ছোট ভাই। স্মরণ করা যেতে পারে সে ২০০৮ সালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ হতে এস.এস.সি. (জি.পি.-এ ৫) এবং ২০১০ সালে চট্টগ্রাম ক্যান্টনম্যান্ট কলেজ হতে এইস.এস.সি. পাশ করে। তাঁর পেশাগত জীবনে যাতে একজন সফল চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তজ্জন্য রকিব সকলের দোয়া-আশীর্বাদ প্রার্থী।