বিদেশ ডেস্ক:
পাকিস্তানে কোয়েটায় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং তার পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়, বুধবার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াস তার পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে করে কোয়েটা থেকে নাওয়ান কিলি যাচ্ছিলেন। নাওয়ান কিলি এলাকায় মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। হামলায় ইলিয়াস ছাড়াও তার স্ত্রী, পুত্র এবং ছয় বছর বয়সী নাতি নিহত হয়। হামলায় ইলিয়াসের চার বছর বয়সী নাতনী আহত হয়েছেন। তাকে কোয়েটার সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডন জানায় এ নিয়ে এটি এক সপ্তাহের সিনিয়র পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা। গত বৃহস্পতিবার রাতে এক আত্মঘাতী বোমা হামলাকারী এক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং অন্য দুই পুলিশ সদস্যকে হত্যা করে।