মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শিল্পনগরী খ্যাত চাম্বি মফিজ বাজারের সাম্প্রতিক আইনশৃংখলার বিপর্যয়, মাদক ও গাঁজার চালানসহ বিবিধ বিষয়ের আলোকে এ সভা অনুষ্ঠিত হয়। আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আজিজনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির সাবেক সাধারন সম্পাদক আমজাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা,আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিক আহামদ চৌধুরী, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার আহামদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্যবসায়ী নেতা শিক্ষক সৈয়দ শাহনেওয়াজ বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মহিউদ্দীন সওদাগর, চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী কল্যান সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ, ব্যবসায়ী নেতা মো. সোহাগ মিয়া প্রমুখ। সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে চাম্বি মফিজ বাজারে আইন শৃংখলার চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।