অনলাইন ডেস্ক:

চীনের একটি ভবনে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৯ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে।

এ ব্যাপারে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের দক্ষিণাঞ্চলীয় ডাজিংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

অন্যদিকে, পুলিশ বেশকয়েক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানাচ্ছে জিনহুয়া। বলা হয়, প্রায় তিন ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়েছে। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে দেশটির পূর্বাঞ্চলীয় শহর তেইজৌয়ে এক অগ্নিকাণ্ডের ঘটনায় এগারোজন মারা যায়।