প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান কে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কক্সবাজার জেলা ছাত্রদল। গতকাল বিকেল ৩টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাশেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির উদ্দিন এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনকি সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, সহ-সভাপতি যথাক্রমে জাহিদল ইসলাম রিটন, রাশেদুল হক রাশেল, সাইফুর রহমান নয়ন, শাহাদাত হোসেন রিপন, ফাহিমুর রহমান, শাহিনুল কাদের লিমন, ফারুক আজম। বক্তারা বলেন অগণতান্ত্রিক আওয়ামী সরকারের নৈরাজ্যের বিরুদ্ধে দেশের ছাত্র জনতার কণ্ঠ রুদ্ধ করতেই ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু কে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। তবে এই গ্রেফতার ও হামলা করে ছাত্রদলের চলমান আন্দোলনকে রুখা যাবেনা। আকরামুল হাসানকে গ্রেফতারের মাধ্যমে সারা দেশের প্রতিবাদী ছাত্র জনতাকে জাগিয়ে দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে আকরামুল হাসানকে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুল আলম মিজান, মোজাম্মেল হক, শাহনেওয়াজ লিটন, তারেকুর রহমান তারেক, মুজিবুর রহমান রুম্মান, দপ্তর সম্পাদক ফয়সাল মোশারফ ফয়েজ, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল কবির আলা আমিন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সাইফ রিয়াজ, সহ-সাধারণ সম্পাদক নুরুল আনছার, সহ-সাংগঠনিক সম্পাদক রিজভী খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একরামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক। আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা নাসির উদ্দিন পিন্টু, অরুপ শর্মা, মোস্তাফা কামাল রিফাত, আলী হোসেন পারভেজ, মাঈন উদ্দিন, ইমতিয়াজ চৌধুরী, নাজির হোসাইন, শিহাব, মেহেদী, রবিউল আওয়াল, আবছার কামাল, আদিল, নয়ন, নুর হোসাইন, আরমান, রায়হান, জয়নাল সহ জেলা ছাত্রদলের আওতাধীন শহর, সদর উপজেলা, কক্সবাজার সরকারি কলেজ, সিটি কলেজ, আইন কলেজ ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি শহীদ স্মরণীস্থ কক্সাবাজার জেলা বিএনপি কার্যালয় হতে শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষীণ করে ভূলাবাবুর পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। কক্সবাজার জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল হুদা শাহেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।