সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী (ইছুলুরঘোনা) জামে মসজিদ ফোরকানিয়া মাদরাসার বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে মসজিদ প্রাঙ্গনে ক্বেরাত, দোয়া, মাসায়িল, কালিমা ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্বেরাত বিষয়ে বিজয়ীরা হলো- প্রথম স্থান মোহাম্মদ সৈয়দ আল জাবের, যৌথভাবে দ্বিতীয় স্থান মোছাম্মৎ তরিকাতুন্নেছা, মোহাম্মদ মোস্তফা, মোছাম্মৎ তাহমিনা আক্তার, মোহাম্মদ আরমান, মোহাম্মদ ওয়াসিফ এবং তৃতীয় স্থান সিদরাতুল মুন্তাহা।
দোয়া, মাসায়িল, কালিমা ইভেন্টে যৌথভাবে প্রথম হয়েছে মোহাম্মদ সৈয়দ আল জাবের, মোহাম্মদ মোস্তফা, দ্বিতীয় মোহাম্মদ আবু জহুর উদ্দিন, যৌথভাবে তৃতীয় হয়েছে মোছাম্মৎ তরিকাতুন্নেছা ও মোছাম্মৎ তাহমিনা আক্তার।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর সহকারী পরিচালক সরওয়ার আকবর, ইফার মডেল কেয়ারটেকার মনির উদ্দিন এবং ইছুলুরঘোনা জামে মসজিদের ইমাম ও ২০১৫-১৬ সালের ইফার জেলা পর্যায়ে শ্রেষ্ট ইমাম মাওলানা আনোয়ার হোসাইন আনচারী।
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন- পূর্ব পাহাড়তলী (ইছুলুরঘোনা) জামে মসজিদ কমিটির সভাপতি কবির আহমদ কোম্পানী, সাধারণ সম্পাদক শাহ আলম সওদাগর, প্রবীন মুরব্বি হাজি কাসেম আলী, নুর বকস, জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি স্থানীয় বাসিন্দা ফোরকার আহম্মদ খোকন, শহিদুল করিম, শব্বির আহমদ, হাজি শামসুল আলম, মুহাম্মদ হারুন, সাজ্জাদ হোসাইন হিরু, দিদারুল আলম প্রমুখ।
একই দিন বাদে আসর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মসজিদ কমিটির সভাপতি কবির আহমদ কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদ কমিটির সাবেক সভাপতি বৃহত্তর পাহাড়তলী সমাজ কমিটির উপদেষ্টা নুরুল আজিম মওদাগর।
বিশেষ অতিথি ছিলেন- বৃহত্তর পাহাড়তলী সমাজ কমিটির সভাপতি নাছির উদ্দিন, প্রধান উপদেষ্টা জানে আলম সাকি।
অনুষ্ঠানে আগত অতিথিরা আগামীতে প্রতিযোগিতা আরো বৃহৎ পরিসরে আয়োজনের পরামর্শ দেন। আয়োজকরাও এই পরামর্শ অনুযায়ী কর্মসুচি নেয়ার কথা জানান।