এম আবুহেনা সাগর, ঈদগাঁও:

অগ্নি নিবার্পনের কলাকৌশল, জরুরী উদ্বার পদ্বতি ও কলাকৌশল,ল্যান্স স্যালাইডের উদ্বার কার্যক্রম ও দূর্ঘটনার মুহুর্তে প্রাথমিক চিকিংসাসহ সচেতনতা তৈরির লক্ষে সদর উপজেলার ঈদগাঁওতে এই প্রথম বারের মত বাংলাদেশ ফায়ার সাভির্স এন্ড সিভিল ডিফেন্স, ককসবাজারের আয়োজনে তিনদিন ব্যাপী ফায়ার এন্ড রেসকিউ ভোলান্টিয়ার প্রশিক্ষনের স্থান ১৭ নভেম্বর সন্ধ্যায় পরিদর্শন করেন -ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স চট্রগ্রামের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুন্ড, ককসবাজারের উপসহকারী পরিচালক এমডি আবদুল মালেক,চট্রগ্রাম কালুর ঘাটের সিনিয়র ষ্টেশন অফিসার অতীশ চাকমা, ককসবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনর্চাজ শাফায়েত হোসেন।

এতে উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্বা মাষ্টার নুরুল আজিম, সাংবাদিক কাফি আনোয়ার, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর,সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, যুগ্ন সম্পাদক এইচএম রুস্তম আলী, সদস্য মিজবাহ উদ্দিন,ছাত্রনেতা আবদুল্লাহ,সাজ্জাদ হিরুসহ আরো অনেকে। আজ ১৮ নভেম্বর শনিবার থেকে ২০ নভেম্বর সোমবার এ তিনদিন ব্যাপী কর্মসুচী সকাল দশটা হতে বিকেল তিনটা পর্যন্ত ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনাতনে অনুষ্টিত হবে। এতে শিক্ষক,শিক্ষার্থী,যুব সমাজসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ গ্রহন করবেন।