বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরের বাইপাস সড়কের উত্তরণ আবাসিক এলাকার পশ্চিমে রহমতপুর এলাকায় জেল ফেরত সন্ত্রাসীদের হামলায় মামলার এক সাাক্ষী গুরুতর আহত হয়েছে। আহত স্বাক্ষী সোলতান আহমদ (৬৫) ওই এলাকার মৃত মোক্তার আহমদের পুত্র। সন্ত্রাসীরা তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সোলতান আহমদ জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের করা কয়েকটি মামলায় তিনি স্বাক্ষী হিসেবে রয়েছেন। জেল থেকে বেরিয়ে স্বাক্ষীর নাম প্রত্যাহার করে নিতে রহমতপুর এলাকার সন্ত্রাসী সাদেক ও আবছার দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিল। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি একটি পানের বরজ বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় পালস স্কুলের পেছনে সন্ত্রাসী সাদেক, জামাই আবছার ও মনজুর আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে আহত করে। এসময় তার কাছ থেকে পানের বরজ বিক্রির নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’