প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান চৌধুরী বলেছেন বর্তমান সরকারের আমলে সারা দেশে উন্নয়নের একটি বৈপ্লবিক সাড়া পড়েছে। তারিধারাবাহিতকায় কক্সবাজার পৌরসভায়ও সব ধরনের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে। আসা করছি আগামী অল্প সময়ের মধ্যে পৌরসভার সব রাস্তা ঘাট নিরাপদ এবং চলাচলের উপযোগি হবে। তিনি বলেন পৌরসভার একটি নাগরিক প্রতিষ্ঠান এখানে সরকারের পাশাপাশি নাগরিকরাও তাদের ট্যাক্স দিয়ে উন্নয়নে অংশিদার হয় তাই রাস্তা ঘাট সহ সব কিছুকে আপন করে নিতে হবে। মনে করতে হবে এটি সরকারি সম্পদ নয় আমাদের সবার সম্পদ। এ সময় তিনি নাগরিকের দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া রাস্তা ঘাটে ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিনে গিয়ে ময়লা ফেলার এবং রাস্তায় যেন পানি না জমে সেদিকে সবাইকে সচেতন থাকার আহবান জানান। তিনি গতকাল কক্সবাজার পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ন গোলদিঘীর পাড় হতে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত আবার আইবিপি মাঠের মোড় হতে এসপি অফিস মোড় পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন। এর পরে পৌর মেয়র শহরের কৃষনানন্দধাম সড়কের ঢালাই কাজের ও উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলার রাজ বিহারী দাশ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলার হেলাল উদ্দিন কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল আলম,সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।