আহমদ গিয়াস:
কক্সবাজার শহরতলীর দরিয়ানগরের ‘পরিবেশবন্ধু’ শিশুরা পুরস্কৃত হয়েছে। কক্সবাজারের সর্বজন শ্রদ্ধেয় আইনজীবী ও লেখক মোহাম্মদ জাহাঙ্গীর পাখিনিধনকারীদের বিরুদ্ধে প্রতিরোধসহ পরিবেশ রক্ষার ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখায় ‘পরিবেশবন্ধু’ এসব শিশুদের পুরস্কৃত করেন।

বুধবার বিকালে তিনি সশরীরে দরিয়ানগরে এসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘পরিবেশবন্ধু’ শিশুদের গায়ে পরিয়ে দেন একটি করে রঙিন টি-শার্ট। এ উপহার পেয়ে এসব শিশুর মাঝে বয়ে যায় আনন্দের ঢেউ।

দরিয়ানগর পাখি অভয়ারণ্য সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে তার সহধর্মীনি মিসেস জাহাঙ্গীর, পাখি পর্যবেক্ষক ও সাংবাদিক আহমদ গিয়াস, ‘পরিবেশবন্ধু’ শিশুদের মধ্যে আহমদ আবরার, মিনহাজ, বড় খোকা, ছোট খোকা, বড় আরিফ, ছোট আরিফ, আসিফ, রূপামনি, রেশমি, রানা, নুরুল আমিন ও মৌমাছিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রবীণ আইনজীবী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- দরিয়ানগরের শিশুরা পরিবেশ রক্ষার মত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তাদের এই প্রশংসনীয় কাজকে উৎসাহিত করতে আমি এই ছোট উদ্যোগটি নিয়েছি।’

তিনি ভবিষ্যতেও এই ধরনের ভাল কাজে সহযোগিতার আকাঙ্খা ব্যক্ত করেন।